ভূঞাপুরে কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন
ভূঞাপুরে কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইলের ভূঞাপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কালের কণ্ঠের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন কালের কণ্ঠের শুভ সংঘ।

 

অনুষ্ঠানে শুভ সংঘ ভূঞাপুর এর সভাপতি মামুন তরফদারের সভাপতিত্বে ও সাংবাদিক আখতার হোসেন খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কালের কণ্ঠ পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, অফিসার ইনচার্জ( তদন্ত) মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম, অর্থ সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন সরকার, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, কার্যকরী সদস্য আল-আমিন শোভন, মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, সাংবাদিক ছানোয়ার হোসেন, আব্দুল লতিফ তালুকদার, আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহিম মিঞা, কাজী গোলাম রব্বানী ইমরান, রফিকুল ইসলাম রবি, খন্দকার মাসুদ রানা, তৌফিকুর রহমান মানিক প্রমুখ।