বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
উদ্বোধন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মো. মামুন অর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা। র্যালিটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য এবং নাটকের মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশন করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের উচ্চশিক্ষার আলো, এবং বর্তমানে ১৪ বছর পর ১৫ বছরে পদার্পণ করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।