বীরগঞ্জে কৃষকদের বিক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন
বীরগঞ্জে কৃষকদের বিক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলন

হিমাগারে আলুর সংরক্ষণ ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে আলু চাষি ও ব্যবসায়ী সমিতির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও একপর্যায়ে ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা মহাসড়কে আলু ফেলে সড়ক অবরোধ করেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা শ্লোগান দেন— "হিমাগারে অন্যায় ভাড়া বন্ধ করো", "কৃষকের রক্তচোষা বন্ধ করো"। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।


বিক্ষোভকারীরা জানান, পূর্বে প্রতি বস্তা আলুর হিমাগার ভাড়া ছিল ৩০০-৩৫০ টাকা, যা এখন প্রতি কেজিতে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এক বস্তার সংরক্ষণ ব্যয় বেড়ে ৫০০ টাকার বেশি হয়ে গেছে। এতে উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক লোকসানের শঙ্কা তৈরি হয়েছে।


প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন— আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক হরিবাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামায়াত নেতা মো. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জেমিয়ন রায়। 


বক্তারা বলেন, "এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি কৃষকদের অস্তিত্ব সংকটে ফেলবে। অবিলম্বে ভাড়া কমানো না হলে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।"


বিক্ষোভ চলাকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী ঘটনাস্থলে এসে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।


তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— "দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।"