মেয়ে-জামাইয়ের নির্যাতনে বৃদ্ধ বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ১১ই নভেম্বর ২০২৪ ০৭:০০ অপরাহ্ন
মেয়ে-জামাইয়ের নির্যাতনে বৃদ্ধ বাবার মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলার জাইজাতা গ্রামে মেয়ে ও জামাইয়ের নির্যাতনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর মেয়ে-জামাইয়ের মারধরের শিকার বৃদ্ধ টুরু মিয়া থানায় লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ যখন ওই অভিযোগের তদন্তে যায়, তখন তারা টুরু মিয়ার মরদেহ উদ্ধার করে।  


পুলিশের ধারণা, টুরু মিয়াকে মারধরের পর মৃত্যু ঘটে। ১০ নভেম্বর বিকালে পুলিশ তার মরদেহ দেখতে পায়, যেখানে বুকের ডান পাশে গভীর কালো দাগ এবং ডান হাতের কবজিতে ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া যায়। পুলিশের মতে, মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।  


টুরু মিয়া (৮৫) ছিলেন বদলগাছী উপজেলার জাইজাতা গ্রামের এক কৃষক। মেয়ে-জামাইয়ের কারণে তিনি দীর্ঘদিন ধরে অত্যাচারিত ছিলেন। তারা তার বসতবাড়ির ১২ শতক জমি লিখে নিতে চাপ দিচ্ছিল, যা তিনি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তার মেয়ে ও জামাই তাকে মারধর করত এবং কখনো বাড়ি থেকে বের করে দিত। বৃদ্ধ টুরু মিয়া তার বৃদ্ধ বয়সে ভিক্ষা করে সংসার চালাতেন।  


স্থানীয়রা জানিয়েছেন, গত কিছুদিন ধরে টুরু মিয়া এবং তার মেয়ে-জামাইয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। এর আগেও একাধিকবার শালিস হয়েছে, কিন্তু পরিস্থিতি উন্নতি হয়নি। পুলিশের তদন্তে এখন পর্যন্ত মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।  


বৃদ্ধের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং মেয়ে ও জামাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে, এবং তারা এ ধরনের নিষ্ঠুর নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।