ঝিনাইদহে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধ না করার আহ্বান যুবদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৬:২৫ অপরাহ্ন
ঝিনাইদহে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধ না করার আহ্বান যুবদল সভাপতির

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, "রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যদি অন্যায় বা অপরাধ করে, তবে তাকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলের নেতাকর্মীদেরকে নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে।" বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনায়তনে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।


সভায় জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সভাটি পরিচালনা করেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, "বর্তমানে অন্তর্বতীকালীন সরকার রয়েছে, তাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সতর্কতা অবলম্বন করতে হবে।" 


শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি সম্মান জানিয়ে আমাদের আন্দোলনকে সুসংহত করতে হবে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে আর মেনে নেবে না দেশের জনগণ।" 


সভায় মোনায়েম মুন্না আরও উল্লেখ করেন, "জননেতা তারেক রহমান ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমাদের দলে বিভেদ ও বিশৃঙ্খলা পরিহার করতে হবে এবং জনগণের কাছে পৌঁছাতে হবে।"


তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্র সংস্কারের পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য আমাদের প্রস্তুতি শুরু করতে হবে।"


সভায় অন্যান্য বক্তাদের মধ্যে যুবদলের কেন্দ্রীয় নেতা এম তমাল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান এবং জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমীনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। তারা সকলেই রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ তৈরির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রাখার ওপর গুরুত্বারোপ করেন।