রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৬ জুন আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। এর আগে গত ১৮ মার্চ শনিবার বরিশাল জেলা কার্যালয়ে আরজেএফ জেলা সমন্বয়কারী দৈনিক সময়ের বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ কামরুল আলম মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মোঃ কামরুল আলম মামুনকে সভাপতি, মোঃ মনবীর আলম খান (দৈনিক সমাচার) সাধারণ সম্পাদক ও মোঃ কামরুজ্জামান রানাকে (ভোরের কাগজ) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনি: সহসভাপতি মো. কামাল পারভেজ অভি (সংবাদপাতা), সহসভাপতি মোঃ মাসুম সিকদার (দৈনিক কলমের কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার দাস ( দৈনিক আলোকিত বরিশাল), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন (ক্রাইম ফোকাস), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ সরদার (বরিশাল বানী), দফতর সম্পাদক আশিফ ইকবাল টিপু (বাংলাদেশ বানী), সমাজসেবা সম্পাদক মোঃ তারিকুল ইসলাম (আজকের বরিশাল), তথ্য সম্পাদক মোঃ আল মামুন (ভোরের আলো), প্রচার সম্পাদক মোঃ ইমরান হোসেন (কলমের কন্ঠ), সাংস্কৃতিক সম্পাদক মোঃ আম্মান (ক্রাইমটাচ), ক্রীড়া সম্পাদক মোঃ আল আমিন গাজী (বরিশাল নিউজ), মহিলা বিষয়ক সম্পাদক হীরা মনি উকিল (বরিশালের কথা)।
নির্বাহী সদস্যরা হলেন, মোঃ ফরহাদ হোসেন ফুয়াদ (সময়ের বার্তা), মোঃ মনিরুল ইসলাম (সংবাদপাতা), সঞ্জিব সিংহ বর্মন (সুন্দরবন), মোঃ শাহাদাৎ হোসেন (বরিশাল বার্তা), মোঃ মিলন আহম্মেদ (ক্রাইমট্রেস), মোঃ আব্দুর রহমান (ভোরের কাগজ), মোঃ মনিরুজ্জামান খান মনির (বরিশাল প্রতিদিন), আবুল কালাম আজাদ সোহাগ (ভোরের অঙ্গীকার), মোঃ লিটন আকন (সময়ের বার্তা), মোঃ সাইফুল ইসলাম নাসির (কালবেলা)।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।