ঝালকাঠিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বুধবার ৮ই ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৫ অপরাহ্ন
ঝালকাঠিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশ ও যুগান্তর জেলা প্রতিনিধির উদ্যোগে আলাচনা সভা ও কেক কাটা হয়েছে। 


বুধবার (৮ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 


স্বজন সমাবেশের সভাপতি মো. উজ্জল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তাব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, এনডিসি অং ছিং মারমা, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. আনোয়ার হাসান আনু,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার, প্রথমআলা জেলা প্রতিনিধি অ্যাড. মাহমুদুর রহমান পারভেজ । উপস্থি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা দুলাল সাহা, সাবেক সভাপতি মু. আব্দুর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় প্রমুখ। 


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, উপমহাদেশে বিটিশ বিরাধী আন্দলনের সময় যুগান্তর নাম একটি রাজনৈতিক দল ছিল। সেই দলের মুখপত্র হিসাবে যুগান্তর স্বাধীনতাকামী মানুষের পক্ষে কথা বলতো। আজ স্বাধীন বাংলাদেশ ২০০০ সালে যুগান্তর নামে একটি পত্রিকা প্রকাশ হওয়া শুরু করে। আমরা আশা করি বিটিশ বিরোধী আন্দলনের মতো যুগান্তর এদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাদের লিখনি অব্যহত রাখবে।