না ফেরার দেশে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ৭ই সেপ্টেম্বর ২০২১ ০৭:৪৩ অপরাহ্ন
না ফেরার দেশে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর

১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহিন না ফেরার দেশে চলে গেলেন। মঙ্গবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে জেলার সকল সাংবাদিকের মাঝে শোকের ছায়া নেমেছে।


গত ২৮ আগস্ট মোটরসাইকেল যোগে বিরামপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে ফুলবাড়ীর জয়নগর নামক স্থানে সড়ক দু্র্ঘটনায় গুরুতর আহত হন। এসময় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কা জনক হলে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। ১০ দিন চিকিৎসার পর আজ তিনি মৃত্যুবরণ করেন। তার এক ছেলে এক মেয়ে, মৃত্যুর সময় তার বয়স ৪০ বছর। তার মৃত্যুতে সাংবাদিক সহ এলাকাবাসীর শোকাহত।


হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু বলেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহিনের মৃত্যুতে আমি ও আমার প্রেসক্লাবের সদস্যরা গভীর ভাবে মর্মাহত। তার পরিবারের প্রতি সহবেদনা জ্ঞাপন করছি।