
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ৫:০

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে আগামীকাল (বুধবার) বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে জাপানের বিরুদ্ধে। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় থাইল্যান্ডের চুনবুরিতে হবে ম্যাচটি। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে। আর জাপান প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। ২০১৭ সালেও এই টুর্নামেন্টে জাপান ছিল বাংলাদেশের গ্রুপে। বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছিল জাপান।
অধিনায়ক মারিয়া মান্ডা বলেছেন,‘জাপান অনেক ভালো দল। কবে আমরা চেষ্টা করবো নিজেদের ভালো খেলাটা খেলতে।’ সহ অধিানায়ক আঁখি খাতুন বলেছেন,‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামবো জাপানের বিরুদ্ধে।’
