ব্রাজিল সুপারস্টার নেইমারের বার্সেলোনা প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি বেশ জোড়ালো আলোচনা শুরু হয়েছিল। স্প্যানিশ মিডিয়া তো বলেই দিয়েছিল, তিন শর্তে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে নেইমারকে আবারও ফিরিয়ে নিতে আগ্রহী কাতালান জায়ান্ট বার্সেলোনা। নেইমার নাকি ওই তিন শর্তও মেনে নিয়েছিলেন! কিন্তু এবার যা ঘটল তাতে হৃদয় ভেঙে যাবে নেইমার ভক্তদের। কারণ বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, নেইমার ফিরতে চাইলেও তাকে কেনা সম্ভব নয়!
নেইমার নিজেই জানিয়েছেন, তিনি বার্সায় ফিরতে চান। সত্যিকার অর্থে নেইমারের বার্সেলোনায় ফেরার খবরে উচ্ছসিত হয়ে উঠেছিল ক্লাবটির সমর্থকেরা। কারণ আবারও দেখা যাবে মেসি-সুয়ারেস-নেইমারের 'এমএসএন' ত্রয়ী। কিন্তু বার্সা সভাপতির কথায় স্পষ্ট, অন্তত আসন্ন মৌসুমে নেইমার বার্সায় ফিরতে পারছেন না। এক সংবাদ সম্মেলনে বার্তামেউ বলেছেন, 'আমরা জানি নেইমার পিএসজি ছাড়তে চায়। কিন্তু পিএসজি ওকে বিক্রি করতে চায় না। সুতরাং নেইমারকে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই।'
এদিকে কয়েকমাস আগে স্প্যানিশ গণমাধ্যম রটিয়ে দিয়েছিল, লিওনেল মেসিই নাকি নেইমারকে আবার বার্সায় ফেরাতে চাইছেন। দুই চিরশত্রু দেশের সুপারস্টার হলেও দুজনের মধ্যে বন্ধুত্ব অনেক গাঢ়। তবে এমন গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন বার্তোমেউ। তার কথায় মেসি এসব ব্যাপারে কোনো মাথায় ঘামান না। বার্তামেউ বলেন, 'এই মিথের এবার শেষ হওয়া উচিত। মেসি কখনো ক্লাবকে খেলোয়াড় কেনা-বেচার কথা বলে না। সে শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল চায়।'
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।