
প্রকাশ: ৫ মে ২০১৯, ১:৩০

এইতো সেদিন ১০ ঘণ্টার মধ্যে ৩৭ জনের শিরচ্ছেদ করেছে সৌদি আরব। প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্যও দায়ী দেশটি। সাংবাদিক জামাল খাসোগির হত্যার পেছনে দেশটির সরকারের সরাসরি হাত থাকার কথাও সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। তাছাড়া দেশটির মানবাধিকার কর্মীদের ওপর অব্যাহত অত্যাচারের অভিযোগ তো আছেই। ছোট প্রতিবেশী রাষ্ট্র কাতাররের ওপর আর্থিক, বাণিজ্যিক ও কূটনৈতিক অবরোধ আরোপে মূল নেতৃত্ব দিয়েছে এই সৌদি আরবই। এত এত অভিযোগ থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের সহ-আয়োজক হওয়ার জন্য উঠেপড়ে লেগেছে সৌদি আরব। যেদিন থেকে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে কাতারকে ২০২০ সালের বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়েছে, সেদিন থেকেই কাতারের কাছ থেকে সম্মানজনক এই অবস্থান কেড়ে নিতে নানান কৌশল খাটিয়ে যাচ্ছে সৌদি। আর এক্ষেত্রে তারা বিশ্ব ফুটবলের অবিভাবক ফিফা’র কাছ থেকেও সহায়তা পাচ্ছে। অন্তত কিছু ম্যাচ যেন নিজেদের মাটিতে আয়োজন করা যায় সেজন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব