সম্প্রতি টঙ্গীর ইজতেমা মাঠে অতর্কিত হামলা চালিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে ‘ওলামা মশায়েখ, তাবলীগের সাধারণ সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতা’ ব্যানারে বাংলাহিলি বাজারস্হ গোডাউন মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাহিলি আল-আজিজিয়া মাদরাসার শিক্ষক মুফতি তৌফিক এলাহী দাঃবাঃ, মুফতি তৈয়ব, মাওলানা বোরহান উদ্দিন, মুফতি নুরুল করিম কাসেমী সহ অনেকে।
বক্তৃতারা, টঙ্গী ইজতেমা মাঠে অতর্কিত হামলা চালিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে ব্যবস্থা গ্রহণ ও তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধের দাবী জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।