একজন ইসলাম বিদ্বেষি ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানী থেকে পুলিশ আটক করেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তার বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার কবিরকে আটকের পর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচির ঘটনাতেও তার নাম উল্লেখ করা হয়েছে। একই অভিযোগে রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা, মন্ত্রী, পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নামও রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।