প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ১:১৫
বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে দর্শকদের ঢল নামে। হাজার হাজার দর্শক ফুটবল উন্মাদনায় মেতে ওঠে।
আয়োজকেরা জানান, প্রায় বিশ হাজার দর্শক এমপি নাইট ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।
শুক্রবার রাত দশটায় সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ ও লালুয়া নিরিবিলি একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ ৬-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। এসময় দর্শকরা উন্মাদনায় মেতে উঠে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এ খেলায় মোট ৩০ টি দল অংশগ্রহন করে।
এমপি মহিব্বুর রহমান মহিব বলেন, ফুটবল গ্রামীণ জনপদের প্রিয় খেলা। ফুটবলের প্রতি মানুষের দূর্বলতা রয়েছে আলাদা। তার প্রমান গ্রামীণ জনপদে গভীর রাত জেগে হাজার হাজার দর্শকদের খেলা দেখা তারই স্বাক্ষ বহন করে। এমপি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দুরে রাখে। তাই যুব সমাজকে আলোকিত মানুষ গড়তেই এমপি ফুটবল নাইট টুর্নামেন্টের আয়োজন করা। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।