শ্রীলঙ্কাতে চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ২য় টেস্ট । আজ ৩য় দিনের খেলা চলছে , বাংলাদেশ তার প্রথম ইনিংসের ব্যাট করছেন । বাংলাদেশের সেরা ওপেনার তামিম আজ ও বার্থ হলেন শতকের কাছে গিয়ে । এ নিয়ে তিনি ৩ ইনিংসে ৫০ অধিক রান করলেন এবং পর পর ২ বার ৯০ এর ঘরে গিয়ে ফিরে গেলেন ।