দক্ষিণ কোরিয়ান পপস্টার কিম জং হিউন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। সবার কাছে তিনি ইয়োহান নামে পরিচিত।মঙ্গলবার (১৬ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ সংগীতশিল্পী।কেজে মিউজিক এন্টারটেইনমেন্টের এক আনুষ্ঠানিক বিবৃতির বরাত দিয়ে তার মৃত্যুর খবর প্রকাশ করেছে দ্য কোরিয়া টাইমস। সংবাদমাধ্যমটি জানায়, ২৮ বছর বয়সী পপস্টার ইয়োহানের মৃত্যু হয়েছে।তবে তার মৃত্যুর কারণ এখনো অজানা।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ইয়োহানের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সেখানে তাকে সমাহিত করা হবে।ব্যান্ড দল এনওএম-এর সদস্য ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে ২০১৭ সালে তিনি টিএসটি’তে যুক্ত হন। গত জানুয়ারিতে তার সর্বশেষ অ্যালবাম ‘কাউন্ট ডাউন’ প্রকাশ পায়।