প্রকাশ: ৬ জানুয়ারি ২০১৯, ১৬:৪২
তেতাল্লিশেও সুপারফিট সুস্মিতা। নিয়মিত শরীরচর্চা করে নিজেকে দারুণ ফিট রেখেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রেমিককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবিতে প্রেমিক রোহমান শলকে আলিঙ্গন করে আছেন সুস্মিতা সেন। দেখা যাচ্ছে, শরীরচর্চায় ব্যস্ত সুস্মিতা-রোহমান। এর আগে দিলবার গানের রিমিক্সের তালে তালে শরীরচর্চা করে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, প্রেমিক র্যাম্প মডেল রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের প্রেম বেশ জমে গেছে। তাদের বিয়ে নিয়ে নানা কথা শোনা গেলেও ৪৩ বছরের সুস্মিতা সেন বলেছিলেন, ‘বিয়ে নয়, রোমান্স করছি।’ এবার রোহমানের জন্মদিনে ভালোবাসা যেন আরও উজাড় করে দিলেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা।