আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর সড়কের উন্নয়ন কাজের জন্য ঠিকাদার মেসার্স এসআর ট্রেডার্স নিয়োগ পায়, কিন্তু ঠিকাদারের গাফিলতিতে দীর্ঘ সময় ধরে এই সড়কের উন্নয়ন কার্যক্রম থমকে রয়েছে। গত দু'বছর ধরে সড়কের কাজ অরক্ষিত অবস্থায় পড়ে আছে এবং এর ফলে স্থানীয় মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সড়কের বিভিন্ন অংশে কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে এবং মাঝপথে অবশিষ্ট ম্যাকাডম ফেলে রেখে স্থানীয় জনগণের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে।
খুলনার মেসার্স এসআর ট্রেডার্স সড়কটির কাজ শুরু করেছিল, তবে ঠিকাদারের অনিয়ম এবং দুর্নীতির কারণে এলাকাবাসী ক্ষুব্ধ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার তার ক্ষমতার দাপট দেখিয়ে কাজের গতির বিপরীতে বাধা সৃষ্টি করেছেন। বিশেষ করে, তিনি নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর ভাইপো পরিচয় দিয়ে হুমকি এবং অস্ত্রের ভয় দেখিয়ে সড়ক নির্মাণের কাজে বাধা দেন। এ কারণে প্রশাসনও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
বর্তমানে সড়কের মধ্যে কাদাকাটি বাজার, গুনাকরকাটি বাজার, এবং শৈলমারী পর্যন্ত স্থানগুলোতে ম্যাকাডম ফেলে রাখা হয়েছে। এর ফলে সড়কের পাশে বসবাসকারী মানুষ ও পথচারী কঠিন সমস্যা মোকাবিলা করছেন। ধুলার কারণে মানুষ হাটতে বা গাড়িতে চলাচল করতে পারছে না। স্থানীয় পুকুরেও ধুলার কারণে পানি ব্যবহার করা যাচ্ছে না। স্থানীয়রা দাবি করছেন, এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
স্থানীয় ইউপি সদস্য বছির আহমেদ টুকু জানান, "দু'বছর ধরে সড়কের কোনো কাজ হয়নি। ঠিকাদার বারবার হুমকি ও ভয় দেখিয়ে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত কাজ হয়নি, আর এখানকার মানুষ শান্তিতে থাকতে পারছে না।" অন্যদিকে, সাবেক মেম্বার নুরুল ইসলাম মালী এবং চা ব্যবসায়ী রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা অতিষ্ঠ হয়ে গেছি, এখানে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।"
এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব জানিয়েছেন, "ঠিকাদারকে বারবার কাজ করতে বলা হয়েছে, কিন্তু তারা কাজ শুরু করলেও এক সময় চলে যান। আমি বিষয়টি নিয়ে এক্সেন স্যারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।"
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা, যাতে সড়কের কাজ শুরু হয়ে জনগণের দুর্ভোগ দূর হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।