শ্রীমঙ্গলে পলাতক চার ইউপি চেয়ারম্যান, নাগরিক সেবা ব্যাহত

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৮ অপরাহ্ন
শ্রীমঙ্গলে পলাতক চার ইউপি চেয়ারম্যান, নাগরিক সেবা ব্যাহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চারটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ৭ নম্বর রাজঘাট, ৮ নম্বর কালিঘাট, ২ নম্বর ভুনবীর এবং ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়ন পরিষদগুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। এই চার ইউনিয়নের চেয়ারম্যানরা নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন।


আত্মগোপনে থাকা চার চেয়ারম্যান হলেন ৭ নম্বর রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, ৮ নম্বর কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, এবং ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর। তাদের অনুপস্থিতির কারণে এসব ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনগণ জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিতে পারছেন না।


অভিযোগ রয়েছে যে, আত্মগোপনে থাকা চেয়ারম্যানরা কখনও কখনও তাদের অধীনে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে সেবাগ্রহীতাদের সনদ ও প্রত্যয়নপত্রে স্বাক্ষর করছেন। তবে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানাচ্ছেন, চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে তারা যথাসময়ে সেবা পেতে পারছেন না, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।


এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, "আমি এ বিষয়ে জানতাম না। বিষয়টি খতিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।"


এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ উদ্বেগের মধ্যে দিন পার করছেন এবং তারা দ্রুত সেবা পাওয়ার জন্য চেয়ারম্যানদের উপস্থিতি দাবি করছেন।