কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবাসহ গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবাসহ গুলি উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আজিজ মহুরী বাড়ি থেকে ৫ ডিসেম্বর সকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুরুল গনি (৪৩)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার র্একই ইউনিয়নের মৃত নুরুল আবসার সেন্টুর ছেলে।


এ সময় তার কাছ থেকে ৭১০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন, ৩৫ হাজার টাকা এবং দুটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্রের ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করছিলেন গনি। তার বিরুদ্ধে আগেই মাদকদ্রব্য এবং বিস্ফোরক আইনে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এই ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে কোম্পানীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এ ঘটনার পর মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণের সহযোগিতায় মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।