জাতীয় নির্বাচনে সুষ্ঠু আয়োজনই প্রধান লক্ষ্য: ইসি

নিজস্ব প্রতিবেদক
সোলাইমান শিকদার - স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২৫ ০১:০০ অপরাহ্ন
জাতীয় নির্বাচনে সুষ্ঠু আয়োজনই প্রধান লক্ষ্য: ইসি

নির্বাচন কমিশন এই মুহূর্তে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।  


ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। কমিশন যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে, সেদিকে গুরুত্ব দিয়েই কাজ করছে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নয়, এখন জাতীয় সংসদ নির্বাচনই কমিশনের অগ্রাধিকারের বিষয়।  


ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে বক্তব্য দেন তিনি। এ সময় সুষ্ঠু ভোটার তালিকা তৈরিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিক নির্দেশনা দেন।  


ইসি আরও বলেন, ভোটার তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত হলে সেগুলো প্রমাণ সাপেক্ষে বাতিল করা হবে। পাশাপাশি সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে সবাইকে সহায়তা করতে আহ্বান জানান।  


সভায় বরিশাল জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত যেকোনো জটিলতা দ্রুত সমাধানের জন্য নির্দেশ দেওয়া হয়।  


তিনি বলেন, জনগণকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।  


নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মকর্তারা বলেন, সঠিক প্রক্রিয়ায় ভোটার তালিকা তৈরি হলে জনগণের আস্থা বাড়বে।  


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের এই মনোযোগ নির্বাচন ব্যবস্থার উন্নতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মত প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা।