সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন
সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার সকালে একটি ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাঠামো এবং গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ অফিস পরিচালনার দায়িত্ব পালন করবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্বে থাকবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।


সারজিস আলম জানান, ফাউন্ডেশনে আর ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ নেই। এর পরিবর্তে নতুন কাঠামোতে গভর্নিং বডি নীতিনির্ধারণের দায়িত্বে থাকবে। তিনি আরও বলেন, ১ অক্টোবর থেকে আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু হয় এবং অফিস চালু হয় ১৫ অক্টোবর। তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন ২১ অক্টোবর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। এরপর ৭ জানুয়ারি অফিসিয়াল সাইনিং অথোরিটি হস্তান্তরের মাধ্যমে তার দায়িত্ব শেষ হয়।


তিনি বলেন, তার দায়িত্বকালীন সময়ে ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে এবং প্রায় ১১ হাজার আহতের মধ্যে ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রতি তিনি তার সর্বোচ্চ সময় এবং শ্রম দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যখন বুঝেছেন যে সময় দেওয়া সম্ভব হবে না, তখন দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।


সারজিস আলম তার সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে নয় বরং সৎ সাহসের পরিচয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় সৎ থাকার চেষ্টা করেছেন এবং সবসময় ফাউন্ডেশনের উন্নয়নে মনোনিবেশ করেছেন।


ফাউন্ডেশনের নতুন কাঠামোতে সিইও ও গভর্নিং বডি মিলে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেবে। এছাড়া ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবেন চারজন উপদেষ্টা। ফাউন্ডেশনের পরিবর্তিত কাঠামো নিয়ে ইতিবাচক মতামত তুলে ধরেন সারজিস আলম।


ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আর্থিক সহায়তা প্রদান ছাড়াও ফাউন্ডেশন শহীদ পরিবারের প্রতি দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সারজিস আলমের পদত্যাগের এই ঘোষণা ফাউন্ডেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।