আখাউড়ায় পুড়িয়ে হত্যার শিকার নারীর মাথা উদ্ধার, পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ ০৬:০৬ অপরাহ্ন
আখাউড়ায় পুড়িয়ে হত্যার শিকার নারীর মাথা উদ্ধার, পরিচয় শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীর পুড়িয়ে হত্যার ঘটনায় তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলের পাশে একটি পুকুর থেকে ওই নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। নিহতের নাম হরলুজা বেগম (৫০), তিনি উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী।  


এ ঘটনায় এলাকাবাসী ফারহান রনি নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তিনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। স্থানীয়রা জানান, ফারহান একজন চিহ্নিত মাদকসেবী।  


স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, উপজেলার গাজীর বাজার এলাকার এক বাড়ি থেকে রাজহাঁস চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে গিয়ে হাঁসের মালিক ও তার স্বজনরা শাহনেওয়াজ ভূঁইয়ার জায়গায় একটি পরিত্যক্ত টিনের ঘরে ধোঁয়ার গন্ধ পান। ফারহান রনি জানান, তিনি পাতা পোড়াচ্ছেন। কিন্তু সন্দেহ হওয়ায় স্থানীয়রা ঘরের ভেতর ঢুকে দেখতে পান একটি গর্তে লাশ পুড়ছে।  


পুলিশ এসে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করে। তবে মাথা বিচ্ছিন্ন থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে সিআইডি ও পিবিআই’র সহায়তায় দুপুরে পাশের পুকুর থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। এরপরই নিহতের পরিচয় শনাক্ত হয়।  


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোরে ফারহান রনি ওই নারীকে ডেকে এনেছিলেন। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।  


স্থানীয়দের দাবি, ফারহানের মাদকাসক্তি এবং তার আগের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়েও প্রশাসন ব্যবস্থা নিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে।