'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামে শাহবাগে সমাবেশের চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ২৫শে নভেম্বর ২০২৪ ০১:১৭ অপরাহ্ন
'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামে শাহবাগে সমাবেশের চেষ্টা ব্যর্থ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শাহবাগে সমাবেশ ডাকার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের বহিরাগতদের বিতাড়িত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাত থেকে সারা দেশের বিভিন্ন স্থানে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনে করে এসব লোক ঢাবি ক্যাম্পাসে এসে জড়ো হতে শুরু করেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, পুলিশ এবং শিক্ষার্থীদের তৎপরতায় তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।


তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রচারপত্র ও নকল কাগজপত্র উদ্ধার করা হয়, যার মধ্যে 'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামক একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক আ.ব.ম. মোস্তাফা আমীনের ছবি সংবলিত একটি পামফলেটও ছিল। প্রচারপত্রে দাবি করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে বিশেষ আইন প্রণয়ন এবং দেশের সাধারণ জনগণকে লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছিল। এতে উল্লেখ ছিল, ২৫ নভেম্বর ২০২৪ তারিখে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। 


ঢাবি শিক্ষার্থীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে 'এক লাখ টাকা দেওয়ার লোভ দেখিয়ে' শাহবাগের সমাবেশে আনা হয়েছিল। এরা বিভিন্ন মাইক্রোবাস, বাস এবং ট্রাকযোগে ক্যাম্পাসে আসতে শুরু করলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাত থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকে। সকাল সাড়ে ১১টা নাগাদ এসব বহিরাগতদের বেশিরভাগকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়া হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান সাকিব বলেন, "এটি একটি গভীর ষড়যন্ত্র। সরকার বিরোধী শক্তির পক্ষ থেকে এটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অংশ হতে পারে।" অন্যদিকে, ছাত্র নেতা আসিফ রহমান জানান, "আমরা দ্রুত কাজ করে এই বহিরাগতদের তাড়িয়ে দিয়েছি এবং যানবাহনগুলোকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি। পুলিশ কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।"


প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ কালবেলা জানান, "শাহবাগে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বে সতর্ক ছিলাম। রাত থেকেই প্রক্টরিয়াল মোবাইল টিম এবং পুলিশ সক্রিয় ছিল। ভোররাতে আমরা সহকারী প্রক্টরদের সঙ্গে মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।"


এদিকে, পুলিশ জানিয়েছে, শাহবাগে গণজামায়েত এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার জন্য কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।


এ ঘটনায় রাজধানী ঢাকার শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।