প্রকাশ: ১ মে ২০২১, ২০:২৭
দ্বিতীয়বার টেস্টের রিপোর্টেও বরেণ্য অভিনেতা আলমগীরের করোনা পজেটিভ এসেছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানান আলমগীরকন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।
তিনি জানান গত কয়েকদিন বাবা শারীরিক অবস্থা উন্নতি দেখা গেছে।তাই চিকিৎসকের পরামর্শে গত ২৮ এপ্রিল দ্বিতীয়বার করোনা টেস্ট করানো হয়। কিন্তু ফলাফল পজেটিভ এসেছে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল) থেকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতাল হাসাপাতালে ভর্তি হোন আলমগীর। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।
আঁখি আলমগীর বলেন, তবে রিপোর্ট পজেটিভ এলেও বাবার শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাই। বাবা যেনো দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
গত (১৮ এপ্রিল) সপরিবারে নমুনা পরীক্ষায় আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে; তার স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লাসহ অন্যদের রিপোর্ট নেগেটিভ আসে।
গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সহ-পরিবারের করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।
#ইনিউজ৭১/জিয়া/২০২১