প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ৬:১৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে এ তথ্য জানা গেছে।১৬৬টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা-১৪ আসনে নির্বাচনে লড়েছেন ১৪ জন প্রার্থী। নৌকার প্রার্থী মাইনুল হোসেন ৫৩ হাজার ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী নিখিলের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান কেটলি প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩৯২ ভোট।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকা-১৪ আসনে মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ২১২ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৭৪২ জন ও পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজর ৪৬৬ জন।