প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ৩:৩১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কুমিল্লা-৪(দেবীদ্বার) সংসদীয় আসন থেকে এপর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আসগর।
সোমবার (২৭ নভেম্বর)দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার হাত থেকে থেকে প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকগন ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাছাড়া একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ডা.ফেরদৌস খন্দকার স্বতন্ত্র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার স্বতন্ত্র পদে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে জানাবেন বলে জানিয়েছেন।