
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১১

জাপানি শিশুদের গণিত শিক্ষা-যে বয়সের ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাবে, সেই বয়সের শিশু-কিশোরদের মনস্তত্ত্ব ও তাদের জগৎ বুঝতে পারাটা তাৎপর্যপূর্ণ। কিন্তু কাজটা যে খুব সহজ তা নয়। শিশুদের মনোজগত, তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য, পছন্দ-অপছন্দ ও ভাললাগাগুলোকে বিবেচনায় নিয়ে তার সাথে শিক্ষার সংযোগ তৈরী করার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের পছন্দের পরিবেশ দেয়া, পাঠ্যক্রম নির্বাচন করা, তাদের উপযোগী লিখন-পঠনের পদ্ধতি প্রয়োগ, শিক্ষকদের আচরণ ও দক্ষতা এক্ষেত্রে কার্যকর। এসব বিষয়ের প্রয়োজনীয় গবেষণার ভিত্তিতে স্কুল পর্যায়ের শিক্ষায় শিশুদের পর্যায়ক্রমে সম্পৃক্ত করা বাঞ্ছনীয়। জাপানী জাতির বৈশিষ্ট্য হলো,
যে কোন কিছু তৈরী করতে গেলে, গড়তে গেলে, তারা অনেক গবেষণা ও পূর্ব পরিকল্পনার ভিত্তিতে সেটা করে থাকে। শিক্ষা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সংবিধানে ও জাতীয় জীবনে সর্বাধিক অগ্রাধিকারের একটি বিয়ষ। শিক্ষাকেই কাজে লাগিয়ে এই জাতি বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। সঙ্গতই শিশু-কিশোরদের শিক্ষার সাথে সম্পৃক্ত করার কৌশল তারা অনেক আগেই রপ্ত করেছে এবং তা প্রয়োগ করে ফলও পেয়েছে। এখানে তাদের শিক্ষার কিছু ধরণ ও বৈশিষ্ট্য উল্লেখ করা হচ্ছে, যে বিষয়গুলো জাপানের শিক্ষাকে বিশিষ্টতা দিয়েছে, ভিন্নতা দিয়েছে।
