ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের পকেট ডায়েরির মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে নতুন এ ডায়েরির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, ডায়েরি প্রকাশনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমানসহ প্রমুখ।
ইবি উপাচার্য ড. রাশীদ আসকারী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গৃহীত নানা কর্মসূচির মধ্যে মুজিববর্ষের ডায়েরি প্রকাশ করা অন্যতম। এ অর্থ বছরের ডায়েরি অনেক তথ্যবহুল। যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপন করবে।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।