ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে নুসরাত জাহান রাফির উপর অধ্যক্ষের যৌন নিপীড়ন এবং পরবর্তীতে তার উপর অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি যারা অধ্যক্ষের বিচার বন্ধ করতে নানা ধরনের ক‚টকৌশল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা।উর্দু বিভাগের শিক্ষার্থী মিরান শাহ্ এর সঞ্চালনায় মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, নুসরাত জাহান রাফির সাথে যে ঘটনা ঘটেছে তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এসময় তিনি যৌন নির্যাতনের বিরুদ্ধে নিজেকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সারা বিশ্বে নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করছে। এটা শুধু আমাদের সমস্যা না, এটা পুরো বিশ্বের সমস্যা। কেবল সামাজিক আন্দোলনের মাধ্যমেই এসব অপকর্ম দূর করা সম্ভব। নারী ও শিশুদের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম কনক, রাকসু আন্দোলন মে র সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।