ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের পর এবার প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগের বিদ্রোহী একটি অংশ। এ অংশটিতে ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী করা হয়েছে মো. সোহান খানকে। সোহান ছাত্রলীগের আগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়া জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রার্থী করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। আমিনুল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন আল মামুন। আজ (সোমবার) বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে এ প্যানেল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রলীগের প্যানেলে যোগ্যদের মূল্যায়ন হয়নি। তাই আমরা মনে করছি আমাদেরও নির্বাচনের অধিকার রয়েছে। তাই আমরা প্যানেল ঘোষণা করছি। আমরাও নির্বাচন করবো। গতকাল দুপুরে এই মধুর ক্যান্টিনেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানকভাবে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। প্যানেলে ডাকসু ভিপি (সহ-সভাপতি) পদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও জিএস (সাধারণ সম্পাদক) পদে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে প্রার্থী করা হয়েছে। আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।