রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষ শুরু হওয়ার পর এখন এক গ্রুপ ক্যাম্পাসে অবস্থান করছে এবং অন্য গ্রুপ ক্যাম্পাসের বাইরে। মাঝখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, বেলা ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সেসময় দুই গ্রুপের প্রায় ৩০০ সমর্থক এই সংঘর্ষে জরিয়ে পড়েন। তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জের ধরে ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। এরপর, স্থগিত হওয়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক ও এর বিরোধীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই জের ধরে আজ দুপুরে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।
দুপুর দেড়টার দিকে আমাদের সংবাদদাতা জানান যে দুই গ্রুপের সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার পর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকরা এখন ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। আর বাইরে রয়েছে বিদ্রোহী গ্রুপ হিসেবে পরিচিত স্থগিত কমিটির বিরোধীরা। তাদের মাঝখানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি যেনো আরও খারাপ না হয় তাই পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, “ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় কমিটি স্থগিত করা হয়েছে।”
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।