আজমিরীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আমিনুল ইসলাম আপন - জেলা প্রতিনিধি,হবিগঞ্জ
প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৩ অপরাহ্ন
আজমিরীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।  


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষা অফিসার হাসিবুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম।  


সভায় বক্তারা মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের দায়িত্ব। ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।  


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোর্শেদ সরকার। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।  


আলোচনা শেষে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। শিশুদের আঁকা ছবি ভাষা আন্দোলনের নানা দিক তুলে ধরে।  


চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের উৎসাহিত করেন এবং সৃজনশীল কাজে অংশগ্রহণের আহ্বান জানান।  


স্থানীয়রা জানান, প্রতিবছর মাতৃভাষা দিবসে এমন আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  


উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও ভাষা দিবস উপলক্ষে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে নতুন প্রজন্ম বাংলা ভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হয়।