শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এমন প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন।এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম,ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা,পৌর মেয়র জামিল হোসেন,পাইলট স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মতিউর রহমান,প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মানিক হোসেন,সহকারী শিক্ষক সালমা ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদুল ইসলাম বাবু এবং কম্পিউটার শিক্ষক আব্দুল আজিজসহ অনেকেই।
হাকিমপুর উপজেলায় প্রথামিক পর্যায়ে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৯ হাজার ৮৬ টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৬ হাজার বই বিতরণ করা হয়েছে। তবে বইয়ের চাহিদার ৭০% বই এই উপজেলাতে পাওয়া গেছে। পর্যায়ক্রমে সব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।
নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে দারুন খুশি শিক্ষার্থীরা। ভালোভাবে পড়ালেখা করার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।