নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুরে জিপিএ-৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী একই এলাকার নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। নিহত ফাতেমা আক্তার প্রাপ্তি শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নিহতের পিতা নাজমুল হাসান রিকাবদার বলেন, আমার মেয়ে আগে থেকেই বলতো বাবা আমি এ প্লাস পাবো। আজ রেজাল্ট দেয়ার পর আমাকে ফোনে জানায় জিপিএ ৪.৭২ পেয়েছে। সে রেজাল্ট পাওয়ার পর থেকেই মনটা খারাপ ছিলো। বাড়িতে এসে দেখি তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও বলেন, আমার একটি মেয়েই ছিলো, আর একটি প্রতিবন্ধী ছেলে আছে।
এ ব্যাপারে মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার বলেন, আত্মহত্যার বিষয়টি আমি জানি। তার পরিবার ও আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পেরেছি তার সাথের বান্ধবী জিপিএ-৫ পেয়েছে কিন্তু সে পায়নি। এটাই ছিলো তার মনের কষ্ট।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।