প্রকাশ: ২৪ মে ২০২১, ১৯:৫
স্বাস্থ্যবিধি মেনে মে মাসের মধ্যে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী রিসা হায়দারের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফাতেমা রহমান বিথি, নাফিস আরা রাফি, সানজিদা ইসলাম মীম, ইভানা জামান খান ঐশী, বজলুর রহমান, কাওছার আহমেদ, মো. ফাহাদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ‘শিক্ষা একটি জাতির মসতিস্কের খোরাক। এভাবে আর কত দিন বসে থাকবে শিক্ষার্থীরা মে মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা।
অন্যথায়, সারা দেশের শক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
এর আগে সারাদেশে মানববন্ধনের ডাক দেয় সাধারন শিক্ষার্থীরা । তাদের ডাকে সাড়া দিয়ে ঢাকা সহ সারাদেশে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।