
প্রকাশ: ২ মে ২০১৯, ২৩:৫

আগামী অর্থবছরের বাজেট কার্যকরের দিন থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। নতুন ভ্যাট আইনের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের হার কেমন হবে তা অর্থমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন। ব্যবসায়ীরা তা মেনে নিয়েছেন। আগামী বাজেট কার্যকরের দিন থেকে এ ভ্যাট আইন কার্যকর হবে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের (টিআইএন) ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে জানিয়ে তিনি বলেন, অনেকে অনৈতিকভাবে টিআইএন নেয়।
এ বিষয়ে আমরা কড়াকড়ি আরোপ করবো। যারা টিআইএন নেন তারা যাতে রিটার্ন দেন তার ব্যবস্থা করা হবে। কর্পোরেট কর হার কমানো হবে না এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কর্পোরেট কর হারে ছাড় দিলে যদি ব্যবসা বাড়বে, তাহলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে। এ সময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ হোসেন বলেন, তালিকাভুক্ত কোম্পানি ২৫ শতাংশ কর দেয়। কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সে ক্ষেত্রে কর হার কমে আসবে। তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে স্বচ্ছতার সঙ্গে চলতে হয়। এ কারণে অনেক কোম্পানি তালিকাভুক্ত হয় না।
আলোচনায় ইআরএফ-এর পক্ষ থেকে এনবিআরের কাছে ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে-


ইনিউজ ৭১/এম.আর