করপোরেট কর হার কমছে না: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা মে ২০১৯ ০৫:০৫ অপরাহ্ন
করপোরেট কর হার কমছে না: এনবিআর চেয়ারম্যান

আগামী অর্থবছরের বাজেট কার্যকরের দিন থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। নতুন ভ্যাট আইনের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের হার কেমন হবে তা অর্থমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন। ব্যবসায়ীরা তা মেনে নিয়েছেন। আগামী বাজেট কার্যকরের দিন থেকে এ ভ্যাট আইন কার্যকর হবে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরের (টিআইএন) ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে জানিয়ে তিনি বলেন, অনেকে অনৈতিকভাবে টিআইএন নেয়।

এ বিষয়ে আমরা কড়াকড়ি আরোপ করবো। যারা টিআইএন নেন তারা যাতে রিটার্ন দেন তার ব্যবস্থা করা হবে। কর্পোরেট কর হার কমানো হবে না এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কর্পোরেট কর হারে ছাড় দিলে যদি ব্যবসা বাড়বে, তাহলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে। এ সময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ হোসেন বলেন, তালিকাভুক্ত কোম্পানি ২৫ শতাংশ কর দেয়। কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সে ক্ষেত্রে কর হার কমে আসবে। তালিকাভুক্ত হলে কোম্পানিগুলোকে স্বচ্ছতার সঙ্গে চলতে হয়। এ কারণে অনেক কোম্পানি তালিকাভুক্ত হয় না।

আলোচনায় ইআরএফ-এর পক্ষ থেকে এনবিআরের কাছে ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে-

১. করদাতাদের সুবিধার্থে কর সেবা সহজীকরণ।

২. রাজস্ব বোর্ডের ওয়েবসাইট আপগ্রেড করা।

৩. এনবিআরের সক্ষমতা বাড়ানো।

৪. কর সচেতনতা তৈরি বা কর প্রদানে সচেতনতা বাড়াতে এসএমএস এর মাধ্যমে প্রচারণা চালানো।

৫. প্রত্যক্ষ কর আদায়ে সংস্কার করা।

৬. করদাতাদের বিরোধ নিষ্পত্তি বা মামলা জট কমানোর জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি(এডিআর) ব্যবস্থাকে অধিকতর কার্যকর করা।

৭. ভ্যাট আদায়ে আরো স্বচ্ছতা আনা।

৮. রাজস্ব বোর্ড বিভিন্ন এসআরও জারি করে কর ছাড় দিয়ে থাকে। এতে কর ছাড়ের কারণ এবং সম্ভাব্য কর ক্ষতির পরিমাণ উল্লেখ থাকা।

৯. ট্রান্সফার প্রাইসিং সেলকে আরো কার্যকর করা এবং এর কার্যক্রম সম্পর্কে করদাতাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা।

১০. ইআরএফ সদস্যদের জন্য ঢাকার বাইরে বিভিন্ন কাস্টমস হাউজ, আয়কর ও ভ্যাট অফিস পরিদর্শনের সুযোগ করে দেয়া।

১১. সংবাদকর্মীদের সুবিধার্থে ভারতের ন্যায় বাজেট অধিবেশন বিকেলের পরিবর্তে সকালে শুরু করা।

প্রাক-বাজেট আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য ফিরোজ শাহ আলম, কানন কুমার রায়, ইআরএফ-এর সভাপতি সাইফ ইসলাম দুলাল সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর