এক সপ্তাহের ঊর্ধ্বগতি শেষে অবশেষে কিছুটা কমেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ফলে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে।
শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৬১ দশমিক ৩১ ডলারে।
গত সপ্তাহে রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় তেলের দাম এক সপ্তাহে সর্বোচ্চ স্তরে উঠেছিল। কিন্তু গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের সংকট আংশিকভাবে কমে আসায় বাজারে আস্থা ফিরেছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা কমে গেলে ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পায়, যা সরাসরি প্রভাব ফেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় সূচকেই স্থিতিশীল প্রবণতা দেখা যাচ্ছে।
তবে তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি যদি দীর্ঘস্থায়ী না হয় বা রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে দাম আবারও বাড়তে পারে। আপাতত বাজার পর্যবেক্ষণে আছে প্রধান ক্রেতা ও বিনিয়োগকারীরা।