ইরানে ২০২৪ সালে ৭২ আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে !

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা জানুয়ারী ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন
ইরানে ২০২৪ সালে ৭২ আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে !

২০২৪ সালে ইরানে আফগানিস্তানের ৭২ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা প্রেস নিউজ এজেন্সি। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগকেই মাদক পাচারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানা গেছে।  


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেজেল হেসার কারাগারে আফগান নাগরিকদের বড় একটি অংশের ফাঁসি কার্যকর হয়েছে। এ ছাড়া মাশহাদ, এসফাহান, শিরাজ, ইয়াজদ এবং বান্দার কারাগারেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।  


ইরানে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের হার তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ইরান ১৬ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ জনে। আর ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে ৭২ জনে পৌঁছেছে।  


মাদক পাচার ও হত্যাকাণ্ডের দায়ে সম্প্রতি দুইজন আফগান নাগরিকের ফাঁসি কার্যকর করা হয়েছে। এদের একজন আব্দুলরহমান ইশাকজাই এবং অপরজন জালাল ইসতানিকজি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ফাঁসিতে প্রাপ্তবয়স্ক পুরুষ ছাড়াও নারী এবং শিশু রয়েছে।  


বিশ্লেষকরা বলছেন, ইরানের বিচার ব্যবস্থায় আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া দ্রুত এবং কখনো কখনো প্রশ্নবিদ্ধ। মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে বারবার আওয়াজ তুললেও এ ধরনের ফাঁসির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।  


আফগান নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তালেবান সরকারের প্রতি তাদের অভিযোগ, ইরানের কাছে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তারা। অন্যদিকে, আন্তর্জাতিক মহল ইরানের এ ধরনের মৃত্যুদণ্ডের সমালোচনা করে আসছে এবং এই প্রক্রিয়াকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখছে।  


ইরানের এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও আফগানিস্তানের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাপে এই ফাঁসির ঘটনা বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো ইরানের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবি জানিয়েছে।