বাংলাদেশকে আগামী তিন বছরে ৫ বিলিয়ন ডলার দিবে আইডিবি

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৮ অপরাহ্ন
বাংলাদেশকে আগামী তিন বছরে ৫ বিলিয়ন ডলার দিবে আইডিবি

বাংলাদেশকে আগামী তিন বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করবে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক (আইডিবি)। মঙ্গলবার ঢাকায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সংস্থাটির রিজিওনাল হাব ম্যানেজার আমি. নাষিষ সুলেমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আইডিবি’র নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের উন্নয়নে এই সহায়তা দেওয়া হচ্ছে। 


আইডিবি অবকাঠামো এবং স্বাস্থ্য খাতে সহায়তার জন্য এই অর্থ বরাদ্দ করবে বলে জানান নাষিষ সুলেমান। এছাড়া, বৈঠকের সময় জ্বালানি তেল আমদানির ঋণসীমা বাড়ানো হবে কিনা, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


এ ঋণ সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষত, অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যখাতে এই সহায়তা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।