প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১৭:১২
চলমান লকডাউনে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ও ৪ আগস্ট দেশের সকল সরকারি এবং বেসরকারি ব্যাংকসমূহ বন্ধ থাকবে।
গত বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ও ৪ আগস্ট ২০২১ তারিখে সকল ব্যাংক বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২, ৩ ও ৫ আগস্ট ২০২১ তারিখে সকাল ১০ টা থেকে বিকেল ২:৩০ মিনিট পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু থাকবে এবং বিকেল ৪ টা পর্যন্ত ব্যাংকিং পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন করা যাবে।
তবে, লকডাউন পরিস্থিতিতে গত ১৩ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রদত্ত অন্যান্য সকল নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।