প্রকাশ: ৭ জুন ২০২৪, ১:৪৭
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী মো. বিশাল ভূঁইয়া নামে এক যুবককে আটক করেন ।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সরাইল উপজেলা বিশ্বরোড মোড়ের সাফকো সিএনজি স্টেশনের সামনে ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। মাদকসহ আটক হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আবুদাবাত গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে মো. বিশাল ভূইঁয়া।আটকের বিষয়টি নিশ্চিত করেছেনখাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো.সারোয়ার হোসেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিশ্বরোড় মোড়ের সাফকো সিএনজি স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে মাদক পাচারকালে বিশাল ভূঁইয়াকে আটক করে পুলিশ।
ওসি বলেন, তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চল