প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪, ৩:৪৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধানের বস্তার ভেতর লুকিয়ে পাচারকালে ২৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোহাম্মদ নাদিম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। সে ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম ভোটহাট এলাকার মহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী ইউনিয়নের খামার পত্রনবীস ঘাটের পাড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি অটো রিকশায় থাকা তিনটি ধানের বস্তার ভেতরে নয়টি ছোট ছোট বস্তায় লুকিয়ে রাখা ২৯৪ বোতল ফেন্সিডল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পাচারে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ নাদিম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, মাদক কারবারি নাদিম ধানের বস্তার ভেতরে ফেন্সিডিল ঢুকিয়ে পাচারের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।