প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে ভূরুঙ্গামারী উপজেলা সদরের কেজি স্কুল মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী উজ্জ্বল সরকারের বাসায় এ চুরির ঘটনা ঘটে। চোর ভেন্টিলেটর ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে।
চুরির শিকার হওয়ার উজ্জ্বল সরকার বলেন, সকাল ১০টা থেকে দুপুর দু’টা পর্যন্ত বাসা ফাঁকা ছিল। এই সময়ের মধ্যে চোর বাসার ভেন্টিলেটর ভেঙে সেখান দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে থাকা আলমারি ও ট্রাংক ভেঙে নগদ ৬০ হাজার টাকা ও একটি সোনার হার চুরি করে নিয়ে যায়। অন্য কোন মালামাল খোয়া গেছে কিনা এই মুহুর্তে বলতে পাচ্ছিনা।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, চুরির বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।