প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫১
দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনে দুপুরে চাল ব্যবসায়ীর সাড়ে পাঁচ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিসের ড্রয়ার ভেঙে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে হিলি বাজারস্হ চাল ব্যবসায়ী সাখাওয়াত হোসেন এর অফিসের ড্রয়ার ভেঙে এই চুরির ঘটনা ঘটে।
সাখাওয়াত হোসেন হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ডিলার এর ছেলে।
চাল ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, আজ দুপুরে যোহর এর নামাজ আদায় করার জন্য অফিসের দরজা লক না করে মসজিদে চলে যায়। পরে নামাজ শেষে মসজিদ থেকে এসে দেখি অফিসের দরজা বাহিরে থেকে লক করা কিন্তু ভিতরে দেখি সবকিছু এলোমেলো। পরে ড্রয়ার চেক করে দেখি সেখানে রাখা পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। আমার এতো বড় সর্বনাশ কে করলো ভেবে পাচ্ছি না।
পরে খবর পেয়ে থানা পুলিশ, ডিএসবি, এনএসআই সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, বাজারে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখঃ গত ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর রাতে হাকিমপুর হিলি পৌর শহরের ইউনাইটেড রাইস মিলে ফিল্মি স্টাইলে ম্যানেজার এর হাত পা বেধে রেখে লকার ভেঙে চার লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।