প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫
রুহিয়ায় আমজাদ হোসেনের (দুলাল) বাসায় চুরি সংঘঠিত হয়। দুলালের পরিবারকে সর্বশান্ত করেছে চোরেরা। শনিবার (১৭ফেব্রুয়ারি) রাতে আনুমানিক রাত ৩ ঘটিকার রুহিয়া ইউনিয়নের মধুুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের ৩ শত ফিট উত্তর পাশে এই ঘটনা ঘটে।
মমতা জানান, বাসায় আমরা তিনজন মহিলা ছিলাম। আমার বাবা আটরশি ফরিদপুর যাওয়ার কারনে কোন পুরুষ না থাকায় চোরের দলবদ্ধ আমাদের থাকার রুমের বাইরের পাশে দরজা আটকে দিয়ে অন্য দুইটি ঘরের দরজার তালা ভেঙ্গে ৫টি ছাগল, ২টি বাই-সাইকেল, ১টি পানি তোলা হার্ফ হাউজের পাম্প ও চালের বস্তার সমস্ত চাল অনুমানিক ২০-২৫ কেজি নিয়ে গেছেন। ফলে এখন রান্না করে খাওয়ার মত কোন চাল নেই।
এ বিষয়ে ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, চুরি হওয়ার বিষয়টি আমি শুনেছি। আমি একটু ব্যক্তিগত কাজে এলাকার বাইরে থাকার কারণে ঘটনা স্থানে পরিদর্শন করতে পারিনি।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল মন্ডল জানান, চুরির খবর শুনে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সনাক্তকরণের চেষ্টা করছে। মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।