প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ২:৩
পিরোজপুরের কাউখালীতে একই রাতে চারটি গরু চুরি হয়েছে।
জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বড় বিড়ালজুড়ী গ্রামের ইব্রাহিম হাওলাদারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে শুক্রবার গভীর রাতে তিনটি বলদ গরু ও একটি গাভী চুরি হয়ে গেছে।
গরুর মালিক ইব্রাহিম হাওলাদার জানান, শনিবার(২১ জানুয়ারি) সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি গরু নেই ।গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চোররা গরু নিয়ে গেছে। চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে গরুর মালিক জানান। এ ব্যাপারে কাউখালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, গরু চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। চোর চক্র ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।