https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নেত্রকোণায় বেড়েছে চুরি, জনমনে আতংক ॥ যা বলছে পুলিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪০

শেয়ার করুনঃ
নেত্রকোণায় বেড়েছে চুরি, জনমনে আতংক ॥ যা বলছে পুলিশ

নেত্রকোণার বিভিন্ন উপজেলায় রাতে এবং দিনে ক্রমাগতভাবে চুরির ঘটনা বেড়ে চলায় আতংকে দিন কাটছে সাধারণ মানুষের। চুরি ঠেকাতে অনেকেই কাটাচ্ছে নির্ঘুম রাত। 

 

     নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের মেঘেরকান্দা গ্রামের শান্তু মিয়ার  গোহাল ঘরের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল বেশ কয়েকটি গরু চুরি করে নিয়ে যায়। এছাড়া সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুস সালামের ঘরের বেড়া কেটে ডুল ভর্তি ধান, ফিসারীর জাল, নৌকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেলেও অদ্যাবধি চুরিকৃত মালামাল ও চোরের কোন সন্ধান পায়নি পুলিশ। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

স্বল্প শুনই গ্রামের সনাতন মিয়ার হ্যান্ড ট্রলিসহ হৃদয় মিয়ার একটি লড়ির পেছনের ডালা চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও পুলিশ হ্যান্ড ট্রলি উদ্ধার করতে না পারলেও ভুক্তভোগীরা তাদের চুরিকৃত হ্যান্ড ট্রলি উদ্ধার করে চোরকে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

এছাড়াও আটপাড়া বাজারে চোরাই গরু বিক্রি করতে এনে জনতার কাছে ধরা পড়েছে চোর। একই মাসে দিনের বেলায় মদন পৌর এলাকায় জামাল হোসেনের ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। নেত্রকোণা পৌর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

     এসব চুরির ঘটনায় কিছু সংখ্যক ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত চুরিকৃত মালামাল উদ্ধার ও চোরকে সনাক্ত করতে পারেনি পুলিশ।

     আগেও বেশ কিছু গরু চুরি হয়েছিল কিন্তু গরু না পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ করতে যায়নি ভুক্তভোগী পরিবার। চোরের ভয়ে অনেকেই গরু লালন পালন বন্ধ করে দিয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

    আটপাড়া উপজেলার মেঘেরকান্দা গ্রামের রোমান মিয়াসহ ভূক্তভোগী কয়েকজনের অভিযোগ, চোরের নাম ছাড়া মামলা নিতে চায় না পুলিশ, জিডি করতেও তাদের যেন অনীহা। 

অপরাধ বিশ্লেষকদের ধারণা, কর্মসংস্থানের অভাব এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে এক বছর যাবত জেলার বিভিন্ন স্থানে চুরি ছিনতাইয়ের ঘটনা ক্রমশঃ বেড়েই চলেছে। চোরের ভয়ে জনমনে এক ধরণের আতংক বিরাজ করছে। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পরছেন না। জানমাল রক্ষায় অনেককেই রাত জেগে পাহারা দিতে হচ্ছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

       সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুস সালাম বলেন, আমাদের এলাকায় প্রায়শই চুরির ঘটনা ঘটছে, এতে আমাদের সুখে শান্তিতে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। চোরের উপদ্রব বন্ধে এ পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ ও সুবিচার পাইনি, থানায় মামলা করতে গেলে চোরের নাম উল্লেখ ছাড়া মামলা নিতে চায় না, পুলিশ  বলে নাম ছাড়া মামলা নিলে কি হবে। 

        মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফ্তি আনোয়ার হোসেন বলেন, দিনের বেলায় আমার ভগ্নিপতির বাসার তালা ভেঙে চোরেরা নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। মদন পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়ীতে প্রায়শই চুরির ঘটনা ঘটছে। চোর ধরা না পড়ায় পৌরবাসীর মধ্যে এক ধরণের আতংক বিরাজ করছে। পুলিশ প্রশাসনের আশ্বাসেও চুরির ঘটনা থামছে না। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

       সরেজমিনে গিয়ে দেখা যায় একটি গরু সাধারণ জনগন উদ্ধার করেছে আর আটপাড়ায় চুরিকৃত হ্যান্ড ট্রলিটি বাজারের সিসি ফুটেজ দেখে ভুক্তভোগী পরিবারই উদ্ধার করেছে। আটপাড়া থানা পুলিশ একটি লড়ি উদ্ধার করলেও এটির মালিকানা নিশ্চিত হয়নি এখনো। 

      চোরের নাম ছাড়া মামলা নিতে থানা পুলিশের  অনিহা ও চোরদের খুঁজে চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারাই চুরি বৃদ্ধির কারন বলে মনে করছে ভুক্তভোগীরা। তাদের দাবী চুরি প্রতিরোধে স্থানীয় পুলিশ প্রশাসনের আরো কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

       চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চোরদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে এমনটাই প্রত্যাশা সাধারণ জনগনের। 

        এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, চুরির ঘটনা বন্ধ এবং আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে রাতে পুলিশ টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি চুরির ঘটনার সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ২৮ মার্চ শুক্রবার পুলিশের সাঁড়াশি অভিযানে চুরি হওয়া নগদ অর্থ, সিম ও মিনিট কার্ডসহ ৪ জন চোরকে আটক করা হয়েছে। খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলাবাজারে একটি গার্মেন্টস ও টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত চোররা হলেন, মংলা এলাকার আফতাবের ছেলে জহুরুল আলম (২১),

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে গত বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের বেড়ার টিন কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ঘরের আলমারি ভেঙে তিন বোন ও মায়ের রাখা গহনা সহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে চার লক্ষ টাকা লুট করে নিয়ে

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২৩ মার্চ রবিবার রাত ০৩.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা অধীনে কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে ৩ বোতল ফেনসিডিল সহ আটক করেছে। তার পিতা মৃত ছাকাত আলী। তিনি আগে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে একাধিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। নবাবগঞ্জ থানার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনারের এলাকা থেকে ৪০ পুরিয়া হেরোইন ও দৌলতদিয়া মহাসড়কের খানকা শরিফের সামনে হতে অপর আরেকজনকে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হেরোইনসহ গ্রেফতারকৃত তরুণ ফরিদপুর জেলার কোতোয়ালী থানার তাইজ্জুদ্দিন মাতব্বর ডাঙ্গী গ্রামের শহিদুল খানের ছেলে সাইফুল খান (২৩)। ইয়াবাসহ অপর আরেক তরুণ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও নগদ টাকাসহ কারবারী গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও নগদ টাকাসহ কারবারী গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবা ও নগদ তিন লাখ টাকা সহ সামিউল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রোববার দিবাগত রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহলদল তাকে গ্রেপ্তার করে। সে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা।  বিজিবি জানা যায়, দিয়াডাংগা ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৯৭৯ এর নিকট দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার