বরিশালে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া মরকখোলা পোল এলাকা থেকে তাদের আটক করে কাউনিয়া থানা পুলিশ।
আটককৃরা হলেন, পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকার কুট্টি শিকদারের পুত্র বেল্লাল শিকদার (২৯), কাউনিয়া পাসপোর্ট গলির বাসিন্দা মৃত জয়নাল খানের পুত্র মিজানুর রহমান টেনু (৪৫), আগৈলঝাড়া থানাধীন নাগর গ্রামের বাসিন্দা মৃত মাহেন্দ্রনাথ বল্লভ এর পুত্র অপু ওরফে মঙ্গল বল্ল ভ(৪৫) ও বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বলইবুনিয়া গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের পুত্র কাওসার হাওলাদার (৪৫)।
পুলিশ জানায়, প্রতারকদের গ্রেফতারকালে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ১ টি মোবাইল ফোন, প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও স্বর্ণ সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।