প্রকাশ: ২৮ জুন ২০২৩, ৩:৫৬
পটুয়াখালীর কুয়াকাটায় কালো রূপচাঁদা কে সাদা রূপচাঁদা বলে বিক্রি করার অপরাধে বৈশাখী নামক একটি রেস্তোরার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, খাবার হোটেল গুলোর মালিকরা পর্যটকদের সাথে প্রতারণা করছে। কমদামের কালো রুপচাঁদা মাছ কে সাদা রুপচাঁদা মাছ বলে বেশি দামে বিক্রি করছে। এছাড়া যেসকল মাছ পর্যটকরা চিনে না এসকল মাছের নাম পরিবর্তন করে কোড়াল, লাক্কা বলে বেশি দাম বিক্রি করে। পচাঁবাসি মাছ শুটকি ভর্তা বলে বিক্রি করছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে এমন অভিযোগ রয়েছে পর্যটকসহ স্থানীয়দের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কম দামের কালো রুপচাঁদা মাছ সাদা রুপচাঁদা বলে বেশি দামে বিক্রি করছে। যা এক ধরনের প্রতারণা। এমন প্রতারণার অভিযোগে বৈশাখী রেস্তোরাঁ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাথমিকভাবে সতর্ক করতে এ জরিমানা করা হয়। তিনি বলেন স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।